Dr. Neem on Daraz
Victory Day

মাইক্রোসফটের ভুল ধরিয়ে ২৫ লাখ টাকা পেলেন ভারতের অদিতি


আগামী নিউজ | তথ্য ও প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: জুন ৩০, ২০২১, ১২:৩৮ পিএম
মাইক্রোসফটের ভুল ধরিয়ে ২৫ লাখ টাকা পেলেন ভারতের অদিতি

ঢাকাঃ মাইক্রোসফটের ভুল ধরিয়ে দিয়ে ভারতের অদিতি সিং ২৫ লাখ টাকা পেলেন। অদিতি মাস দুয়েক আগে ফেসবুকের একটি ভুল ধরিয়ে দিয়ে এমনই মোটা অঙ্কের পুরস্কার পেয়েছিলেন। এবার মাইক্রোসফট এর Azure cloud system এর বেশকিছু ভুল ধরিয়ে এবং তার সমাধান সূত্র কোম্পানিকে জানিয়ে ৩০ হাজার ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ লাখ টাকার বেশি পুরস্কার পেলেন অদিতি সিং।

অদিতি সিং একজন এথিকাল হ্যাকার। বিগত দুই বছর ধরে এটাকে পেশায় পরিণত করেছেন তিনি। তিনি প্রথম হ্যাক করেছিলেন তার প্রতিবেশীর ওয়াইফাই পাসওয়ার্ড। এরপরই একের পর এক হ্যাক করার বিষয়ে ক্রমশ পন্ডিত হয়ে ওঠেন।
ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে নিতে তিনি ৪০ টি কোম্পানির ভুল খুঁজে তাদের জানিয়েছিলেন। ৪০ টি কোম্পানির মধ্যে রয়েছে ফেসবুক, টিকটক, মাইক্রোসফট, মজিলা, পেটিএম সহ আরও অনেকে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে