Dr. Neem on Daraz
Victory Day

স্মার্টফোনের স্ক্রিনে করোনা পরীক্ষা, গবেষণা লন্ডন ইউনিভার্সিটির


আগামী নিউজ | তথ্য ও প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: জুন ২৯, ২০২১, ১১:৫০ এএম
স্মার্টফোনের স্ক্রিনে করোনা পরীক্ষা, গবেষণা লন্ডন ইউনিভার্সিটির

ঢাকাঃ মহামারী করোনাভাইরাসের সংক্রমণ এখন স্মার্টফোন দিয়ে বোঝা যাবে। তার নাম ফোন স্ক্রিন টেস্টিং মেথড বা সংক্ষেপে পোস্ট মেথড। এক্ষেত্রে স্মার্টফোনের স্ক্রিনের থেকে নমুনা সংগ্রহ করা হয়। গত ২২ জুন ই-লাইফ জার্নালে ইউনিভার্সিটি কলেজ লন্ডন পরিচালিত গবেষণাটির ফলাফল প্রকাশিত হয়েছে।

একদল মানুষ যাদের আরটি-পিসিআর পরীক্ষা করা হয়েছে তাদের সবার মোবাইলের স্ক্রিন থেকে নমুনা নিয়ে পরীক্ষা করা হয়েছিল। দেখা গেছে, আরটি-পিসিআর পরীক্ষায় যারা পজিটিভ হয়েছেন, তাদের প্রত্যেকেরই পোস্ট মেথডে পজিটিভ এসেছে।

স্মার্টফোনের স্ক্রিন থেকে পাওয়া ‘সোয়াব’ লবণাক্ত জলে মেশানো হয়। এরপর আরটি-পিসিআর টেস্টের মতোই পরীক্ষা করে দেখা হয়। পোস্ট পরীক্ষায় সাফল্য এসেছে আরটি-পিসিআরের মতোই।

ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের ডঃ রদ্রিগো ইয়ংয়ের নেতৃত্বে মোট ৫৪০ জনের ওপর এই পরীক্ষা করা হয়েছিল। তিনি জানিয়েছেন, এই প্রক্রিয়া নন-ইনভেসিভ এবং অত্যন্ত কম খরচ সাপেক্ষ।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে