Dr. Neem on Daraz
Victory Day

দুই কোটি ৬০ লাখ আইডির তথ্য হ্যাকারদের হাতে!


আগামী নিউজ | তথ্য ও প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: জুন ১৩, ২০২১, ১১:৩৫ এএম
দুই কোটি ৬০ লাখ আইডির তথ্য হ্যাকারদের হাতে!

ঢাকাঃ গত দুই বছরে আমাজন,ফেসবুক, অ্যাপল এবং ই-বে’র প্রায় দুই কোটি ৬০ লাখ আইডির তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। নেটিজেনদের জন্য আতঙ্কের এই খবর জানায় ফক্সনিউজ অনলাইনের একটি প্রতিবেদন।

জানা গেছে, চুরি হওয়া তথ্যের মধ্যে ছিল মেইল, পাসওয়ার্ড ও ব্যক্তিগত তথ্য। হ্যাকাররা ট্রোজান-টাইপের মালওয়্যার ব্যবহার করে ২০১৮ থেকে ২০২০ এই দুই বছরে হ্যাকাররা উইন্ডোজভিত্তিক কম্পিউটার ব্যবহারকারীদের অ্যাকাউন্টে প্রবেশ করে প্রায় ১.২ টেরাবাইট ব্যক্তিগত তথ্য চুরি করেছে। এতে প্রায় ১০ লাখ ওয়েবসাইটের দুই কোটি ৬০ লাখ ব্যবহারকারীর সব তথ্য চুরি হয়েছে।

ফক্সনিউজ দাবি করেছে, হ্যাকিংয়ের জন্য হ্যাকাররা বিশ্বের বড় বড় ওয়েবসাইটগুলোকে টার্গেট করেছিল। এ তালিকায় রয়েছে আমাজন, ওয়ালমার্ট, ইবে, ফেসবুক, টুইটার, অ্যাপল, ড্রোপবক্স এবং লিঙ্কডইনের মতো জনপ্রিয় সাইট।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে