Dr. Neem on Daraz
Victory Day

ভারতকে বিনামূল্যে টেলি পরামর্শ দেবে আমিরাত


আগামী নিউজ | তথ্য ও প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: মে ২৩, ২০২১, ১২:০৬ পিএম
ভারতকে বিনামূল্যে টেলি পরামর্শ দেবে আমিরাত

ঢাকাঃ করোনা সংক্রমণ রোধে আরব আমিরাতের একটি স্বাস্থ্য সেবা গ্রুপ ভারতকে বিনামূল্যে টেলি-পরামর্শ দেবে। প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এই সেবা দেওয়া হবে।

আমিরাতের ডা. আজাদ মোওপেন ছাড়াও উপসাগরীয় অঞ্চলের ১০০ জনেরও বেশি চিকিংসক সেবা দেবেন। অ্যাস্টার ডিএম হেলথকেয়ার স্বাস্থ্যসেবা গ্রুপের সিএসআর আর্ম প্রোগ্রাম অ্যাস্টার ভলান্টিয়ারদের মাধ্যমেও এই সহায়তা দেওয়া হবে।

অ্যাস্টার ডিএম হেলথকেয়ারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডা. আজাদ মোওপেন বলেছেন, এই অস্থির সময়ে মহামারির সাথে সাথে রোগী এবং জনগণকে সহজ কিন্তু খাঁটি দিকনির্দেশনা প্রদান করা গুরুত্বপূর্ণ। বর্তমান পরিস্থিতিতে ভার্চ্যুয়াল পরামর্শই অনেক বেশি জরুরি।

ভাইরাস সম্পর্কে সঠিক তথ্য জানার জন্য, করোনা আক্রান্তদের যত্ন নেওয়ার জন্য হেল্পলাইনের মাধ্যমে ওই চিকিংসকদের সঙ্গে সংযোগ স্থাপন করা যাবে। সরাসরি ভিডিও পরামর্শসেবা দেওয়া হবে, যেখানে ডাক্তাররা প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি সচেতনতা তৈরি করবেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে