Dr. Neem on Daraz
Victory Day

প্রযুক্তি খাতকেও জরুরি পরিষেবা হিসেবে বিবেচনার পরামর্শ


আগামী নিউজ | তথ্য ও প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১০, ২০২১, ০৩:৫৮ পিএম
প্রযুক্তি খাতকেও জরুরি পরিষেবা হিসেবে বিবেচনার পরামর্শ

ঢাকাঃ দেশে চলমান করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় লকডাউন পরিস্থিতিতে প্রযুক্তি সেবা দেয়া প্রতিষ্ঠানগুলোকে ‘জরুরি সেবাখাত’ হিসেবে চিহ্নিত করতে সরকারের প্রতি তাগিদ দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

সম্প্রতি এ বিষয়ে বিস্তারিত পরিস্থিতি তুলে ধরে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দেয়া হয়েছে। এতে ‘সফটওয়্যার, আইটি পরিষেবা ও আইটি আউটসোর্সিং’ প্রতিষ্ঠানগুলোকে জরুরি সেবা হিসেবে বিবেচনার কথা বলা হয়েছে।

দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাতের শীর্ষস্থানীয় সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে এই পরামর্শ দেয়া হয়।

এ বিষয়ে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, আমরা বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করেছি। তথ্যপ্রযুক্তি বিভাগও আমাদের আবেদন ইতিবাচকভাবে নিয়েছে এবং বিষয়টিকে গুরুত্ব দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়ে জানানো হয়েছে।

আগামী ১৪ এপ্রিল থেকে সাত দিনের জন্য ‘কঠোর লকডাউনের’ মধ্যে জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান ছাড়া সকল অফিস বন্ধ থাকবে বলে সাংবাদিকদের জানানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরিত চিঠিতে বলা হয়, সরকারি প্রজ্ঞাপনে সার্বিক কার্যাবলি/চলাচলে যে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে তাতে সফটওয়্যার ও সফটওয়্যার পরিষেবা (আইটিইএস) এবং আইটি আউটসোর্সিং খাতকে জরুরি সেবাখাত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে সফটওয়্যার, আইটিইএস এবং আইটি আউটসোর্সিং কাজে নিয়োজিত কোম্পানিগুলো খোলা রাখা সম্ভব হবে না। এতে করে বিভিন্ন সরকারি-বেসরকারি পর্যায়ে অনলাইনে প্রদত্ত জরুরি নাগরিক সেবাগুলো মারাত্মকভাবে ব্যাহত হবে এবং জনসাধারণ চরম ভোগান্তিতে পড়বে।

এছাড়াও যেসব প্রতিষ্ঠান সফটওয়্যার ও আইটি পরিষেবা রপ্তানী তথা আউটসোর্সিং কাজে নিয়োজিত, তাদের যেহেতু দেশের বাইরে বিভিন্ন দেশে নিরবচ্ছিন্নভাবে সেবা দিতে হয়, তাদের সেবা দেয়ার কাজ বিঘ্নিত হবে। এতে একদিকে যেমন রপ্তানি আয় আশঙ্কাজনকভাবে কমে যাবার সম্ভাবনা রয়েছে, অন্যদিকে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হবে। ফলে সফটওয়্যার ও আইটি পরিষেবা রপ্তানী তথা আউটসোর্সিং কাজে নিয়োজিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য লকডাউনের বাধ্যবাধকতা সামগ্রিকভাবে আমাদের অর্থনীতিতে বিরূপ ও নেতিবাচক প্রভাব ফেলবে।

এ অবস্থায় সফটওয়্যার ও আইটি পরিষেবা রপ্তানী তথা আউটসোর্সিং কাজে নিয়োজিত বেসিসের সহস্রাধিক কোম্পানির ব্যবসায়িক কার্ক্রমকে সচল রাখার স্বার্থে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারীকৃত পত্রের (খ) অনুক্রমিকে ‘সফটওয়্যার, আইটি পরিষেবা ও আইটি আউটসোর্সিং’ শব্দগুলো অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ জানানো হয় চিঠিতে।

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে