Dr. Neem on Daraz
Victory Day

হোয়াটসঅ্যাপের নতুন নিরাপত্তা ফিচার


আগামী নিউজ | প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২১, ০৪:১৩ পিএম
হোয়াটসঅ্যাপের নতুন নিরাপত্তা ফিচার

প্রতীকী ছবি

ঢাকাঃ হোয়াটসঅ্যাপ ঘোষণা করেছে নতুন সিকিউরিটি ফিচার। এ ফিচার নিয়ে আসছে ওয়েব ভার্সনে। ডেক্সটপ থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব খুললে আরও একধাপ পেরিয়ে পৌঁছাতে হবে চ্যাট বক্সে।

ফোনের ফেস আইডি এবং ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে হবে আনলকের ক্ষেত্রে। অর্থাৎ, আপনার অ্যাকাউন্টকে নিরাপত্তা দিতে আরও আনলক প্রক্রিয়া দৃঢ় করতে চলছে হোয়াটসঅ্যাপ।

QR code স্ক্যান করার আগে এই আনলক প্রক্রিয়া থাকবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এই ফিচারে সুবিধা হবে যারা অফিস থেকে তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে থাকেন- এমনটাই মনে করছে হোয়াটসঅ্যাপ।

অন্যদিকে জানা গেছে, ডেক্সটপে হোয়াটসঅ্যাপ খুললে ফোনে আসবে নোটিফিকেশন।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে