Dr. Neem on Daraz
Victory Day

ফোন জীবাণুমুক্ত রাখার উপায়


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: মার্চ ৭, ২০২০, ০৮:৫৪ পিএম
ফোন জীবাণুমুক্ত রাখার উপায়

স্মার্টফোনে কি পরিমাণ নোংরা থাকে জানেন? জানলে হয়তো অবাক হবেন। স্মার্টফোনে একটি টয়লেট সিটের চেয়ে ১০ গুণ বেশি জীবাণু থাকে।

গবেষণায় দেখা গেছে, দৈনিক গড়ে ৬৭ বার হাতে নেন ব্যবহারকারীরা। ভয়ের ব্যাপার হলো, আমাদের ফোনে ১৭ হাজার ধরনের জীবাণু বেঁচে থাকতে পারে। এর মধ্যে করোনাভাইরাসের নাম আছে কি না তা জানা যায়নি। তবে সতর্ক থাকাই ভালো।

ফোনকে জীবাণু মুক্ত রাখতে অ্যাপল ও গুগল তাদের সাপোর্ট পেইজে গাইডলাইন দিয়েছে। শুকনো পরিষ্কার তোয়ালে উষ্ণ পানিতে ভিজিয়ে ফোনের ডিসপ্লে ও ব্যাক প্যানেল মোছার পরামর্শ দিয়েছে অ্যাপল। তবে গুগল জানিয়েছে, কম ক্ষার যুক্ত সাবান পানির মিশ্রণ দিয়ে ফোন পরিষ্কার করলেও সমস্যা নেই।

পানি নিরোধী ফোন যেমন আইফোন ৭, আইফোন ৭ প্লাস, আইফোন ৮, আইফোন ৮ প্লাস, আইফোন ১০, আইফোন ১০ আর, আইফোন ১০ এস, আইফোন ১০ এস ম্যাক্স, আইফোন ১১, আইফোন ১১ প্রো, আইফোন ১১ প্রো ম্যাক্স, গ্যালাক্সি এস৭, গ্যালাক্সি এস৭ এজ, গ্যালাক্সি এস৮, গ্যালাক্সি এস৮ প্লাস, গ্যালাক্সি এস৯, গ্যালাক্সি এস৯ প্লাস, গ্যালাক্সি এস ১০, গ্যালাক্সি এস ১০ প্লাস, গ্যালাক্সি ফোল্ড, পিক্সেল ২, পিক্সেল ৩ ও পিক্সেল ৪ মডেল এই প্রক্রিয়ায় পরিষ্কার করা যাবে।

প্রথমে ফোনটি বন্ধ করতে হবে। এরপর সব অ্যাক্সেসরিজ যেমন ডেটা ক্যাবল বা হেডফোন খুলতে হবে।

পানি ও সাবানের মিশ্রণটি পাতলা তোয়ালে বা কাপড়ে ডুবিয়ে ফোনের চারপাশ মুছতে হবে। এরপর আরেকটি শুকনো কাপড় দিয়ে ফোনে লেগে থাকা অতিরিক্ত পানি মুছে ফেলতে হবে।

চাইলে সিম কার্ডও পরিষ্কার করা যাবে। সিম ট্রে খুলে চিকন কটন বাড মিশ্রণে ডুবিয়ে অতিরিক্ত পানি চিপে নিতে হবে। এরপর তা দিয়ে কার্ডটি পরিষ্কার করা যাবে। সব শেষে শুকনো কাপড় দিয়ে সিম কার্ডের পানি শুষে নিতে হবে।

এ প্রক্রিয়ায় ফোন পরিষ্কার করলে জীবাণু থেকে দূরে থাকা যাবে।

আগামীনিউজ/নুসরাত

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে