ঢাকা : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের লন্ডন অফিসে একজন কর্মীর শরীরে কভিড-১৯ শনাক্ত হওয়ার পর অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (২ মার্চ) নাগাদ লন্ডন অফিসের সব কর্মকর্তাদের বাড়ি বসে কাজ করার পরামর্শ দিয়েছে।
সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে ফেসবুকের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
এরআগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলে কর্মরত এক কর্মী করোনায় আক্রান্ত হওয়ায় সেখানকার অফিস বন্ধ করে দেয় ফেসবুক।
ফেসবুকের অভ্যন্তরীণ সূত্র বলছে, কর্মীদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা দিতে সামাজিক পরিদর্শনে আসা সব দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বর্তমানে ৩৫টি দেশে ফেসবুকের কার্যালয় রয়েছে। এসব কার্যালয়ে বাইরের কোনো লোক ঢুকতে পারছেন না।
এর আগে করোনাভাইরাস প্রতিরোধে টুইটার ও মাইক্রোসফট তাদের কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে।
সূত্র : ইন্ডিপেন্ডেন্ট
আগামীনিউজ/হাসি