Dr. Neem on Daraz
Victory Day

এক অ্যাপসেই মিলবে সোনালী ব্যাংকের সব সেবা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৪, ২০২০, ০২:৩৮ পিএম
এক অ্যাপসেই মিলবে সোনালী ব্যাংকের সব সেবা

আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর দিনে মোবাইল এপ্লিকেশন (অ্যাপস) চালু করতে যাচ্ছে সোনালী ব্যাংক।

বুধবার (৪ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে ‘সোনালী ব্যাংক লিমিটেডের এর বার্ষিক সম্মেলন-২০২০’ এ কথা জানান ব্যাংকটির চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। সোনালী ব্যাংক রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর মধ্যে মধ্যে প্রথমে এই সেবা আনলো বলে জানান তিনি।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

জিয়াউল হাসান সিদ্দিকী বলেন, এই অ্যাপসের মাধ্যমে গ্রাহক সহজে অর্থ লেনদেন করতে পারবে। অ্যাপসটি দিয়ে একাউন্ট চেক করা, বিল পে করা, এমাউন্ট ট্রান্সফার করাসহ সব ধরনের কার্যক্রম করতে পারবে একজন গ্রাহক।

তিনি আরো বলেন, এছাড়া আমাদের এজেন্ট ব্যাংকিং অনুমোদন নেয়া আছে। প্রান্তিক পর্যায়ে সেবা পৌঁছে দিতে শিগগিরই কাজ শুরু করবো। এ সেবার মাধ্যমে রেমিট্যান্স দ্রুত গ্রাহকের কাছে পৌঁছে দেয়া যাবে।

ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান-এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সম্মানিত সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম।

আগামীনিউজ/মিঠু/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে