Dr. Neem on Daraz
Victory Day

বাংলাদেশে রিয়েলমি ফোনের যাত্রা শুরু 


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক ‌ প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২০, ০২:২১ পিএম
বাংলাদেশে রিয়েলমি ফোনের যাত্রা শুরু 

আগামী মার্চ থেকে রিয়েলমি মোবাইল ফোন বাংলাদেশের কারখানায় উৎপাদন শুরু করবে। চীনা প্রতিষ্ঠানটি বাংলাদেশের দ্রুত বর্ধণশীল অর্থনীতির সাথে তাল মিলিয়ে তাদের যাত্রা অব্যাহত রাখবে। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর রেডিসন হোটেলে 'রিয়েল মি' ফোনের বাংলাদেশে যাত্রা শুরুতে প্রতিষ্ঠানটির বাংলাদেশ প্রতিনিধি নিয়ন জি এমন আশার কথা জানান।

তিনি বলেন, ২০১৯ সালে রিয়েল মির প্রডক্ট পৃথিবীর বিভিন্ন দেশে ৬০টির মতো আর্ন্তজাতিক পুরুস্কার জিতে নেয়। যা প্রতিষ্ঠানটিকে গ্রাহকদের কাছে আরো দায়বদ্ধ করে তোলে। 

বাংলাদেশের তরুনদের কাছে এটা স্টাইলিশ ও আইকনিক ফোনের ব্যান্ড হয়ে উঠবে উল্লেখ করে জি আরো বলেন, রিয়েলমি ফাইভজি প্রযুক্তি তরুণ প্রজন্মের কাছে আরো সহজলভ্য ও জনপ্রিয় করার লক্ষে সাশ্রয়ী ও মনকাড়া ডিজাইনের নিয়ে চলে এসেছে। 

তিনি আশা প্রকাশ করেন, রিয়েলমি ফোনটি কয়েক মাসের মধ্য তরুণ প্রজন্মের মধ্যে দ্যুতি ছড়িয়ে দিবে।

'ডেয়ার টু লিপ' স্লোগানকে পুঁজি করে এই পুতিষ্ঠানটি তরুন প্রজন্মকে নতুন কিছুর সাথে পরিচিত হবার সুযোগ এনে দিয়েছে। 


আগামীনিউজ/ইমরান /হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে