Dr. Neem on Daraz
Victory Day

প্রমোদতরীর যাত্রীদের বিনামূল্যে আইফোন দিল জাপান


আগামী নিউজ | তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২০, ০১:৫৮ পিএম
প্রমোদতরীর যাত্রীদের বিনামূল্যে আইফোন দিল জাপান

চীনের প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়া জাপানের বিলাসবহুল প্রমোদতরীর কয়েক হাজার যাত্রী ইয়োকোহামা সমুদ্রবন্দরে নোঙর করা জাহাজটিতে আটকা পড়ে আছেন।

এতে ক্রু ও যাত্রী মিলে তিন হাজার ৭০০ আরোহী ছিলেন। একে একে সবার স্বাস্থ্য পরীক্ষা করে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়।

আটকেপড়া এসব যাত্রীর মধ্যে বিনামূল্যে আইফোন বিতরণ করেছে জাপান সরকার। গত ৩ ফেব্রুয়ারি জাহাজটি টোকিও ইয়োকোহামা বন্দরে আলাদা একটি পোতাশ্রয়ে নোঙর করা হয়।

এর মধ্যে জাহাজের মার্কিন যাত্রীরা কোয়ারেন্টাইন শেষে সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিশেষ বিমানে নিজ দেশে ফিরে যান। ৪০০ মার্কিন যাত্রী ফিরে গেলেও এদের মধ্যে ৪০ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়ায় তাদের জাপানের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এখন পর্যন্ত ডায়মন্ড পিন্সেস নামে প্রমোদতরীটির সাড়ে তিনশ' যাত্রীর দেহে এ ভাইরাস পাওয়া গেছে। এ কারনে বিলাসবহুল জাহাজটিকে আলাদা করে রাখা হয়েছে।

জাহাজের যাত্রী ও কর্মীদের মোট দুই হাজার আইফোন দিয়েছে জাপান সরকার। এসব ফোনেই লাইনঅ্যাপ প্রি-ইনস্টল আছে। ডাক্তারের সঙ্গে যোগাযোগ, ওষুধের আবেদন ও আতঙ্ক থেকে বাঁচতে মনোবিদদের সঙ্গে যোগাযোগের জন্য এই ব্যবস্থা নিয়েছে জাপান সরকার। এই জাহাজের প্রত্যেক কেবিনে যেন একটি আইফোন থাকে তা নিশ্চিত করার চেষ্টা করেছে জাপান সরকার।

আগামীনিউজ/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে