Dr. Neem on Daraz
Victory Day

এবার মহাকাশ বিজ্ঞানীরা যেতে চায় শুক্র, বৃহস্পতি, নেপচুনে 


আগামী নিউজ | তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২০, ০২:৪৩ পিএম
এবার মহাকাশ বিজ্ঞানীরা যেতে চায় শুক্র, বৃহস্পতি, নেপচুনে 

বিজ্ঞানীদের মঙ্গল, চাঁদ, নিয়ে গবেষণার অন্ত নেই। গভীর থেকে গভীরতম গবেষণা চালিয়ে যাচ্ছে নাসার বিজ্ঞানীরা। চুলচেরা বিশ্লেষন করে একটু একটু করে রহস্যের জট ছাড়াচ্ছেন তারা। এবার নতুন লক্ষ্যের কথা জানিয়েছে নাসার বিজ্ঞানীরা ।

জানা যাচ্ছে, সৌর জগতের শুক্র, বৃহস্পতি, নেপচুনে যেতে চায় নাসার মহাকাশ বিজ্ঞানীরা। সৌরজগতের বিভিন্ন অংশে পৌঁছানোর প্রস্তুতিও নিচ্ছে নাসা। শুক্রের জন্য দুটি মিশনের কাজ চলছে। এরপর বৃহস্পতির চাঁদে এবং শেষটি হবে ট্রাইটনে যা নেপচুনের চাঁদ।

এদিকে, সূর্যকে আরো কাছ থেকে দেখতে প্রস্তুত নাসা। ইউরোপিয়ান স্পেস এজেন্সির সঙ্গে যৌথ উদ্যোগে উৎক্ষেপণ করা হয়েছে প্রথম সৌর অরবিটার। এটি প্রথম মহাকাশ যান যা সূর্যের ছবি তুলে পৃথিবীতে পাঠাবে। মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, সোলার অরবিটারের সৌর প্যানেলগুলি সফলভাবে প্রতিস্থাপিত হয়েছে।

নাসা জানিয়েছে, এখন ওই মহাকাশ যান তার অ্যান্টেনা ও সৌর প্যানেলগুলি যথাযথভাবে স্থাপন করবে। এরপরই, তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। ইন্ডিয়ান এক্সপ্রেস।


আগামীনিউজ/হাসি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে