Dr. Neem on Daraz
Victory Day

প্রযুক্তি জায়ান্ট অ্যাপলকে ২ কোটি ৭০ লাখ ডলার জরিমানা


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২০, ১০:৫৭ এএম
প্রযুক্তি জায়ান্ট অ্যাপলকে ২ কোটি ৭০ লাখ ডলার জরিমানা

আইফোনের পুরনো মডেলগুলোর গতি কমিয়ে দেয়ার অভিযোগে ২ কোটি ৭০ লাখ ডলার (২৫ মিলিয়ন ইউরো) জরিমানা করা হয় প্রযুক্তি জায়ান্ট অ্যাপলকে। ব্যবহারকারীদের না জানিয়ে গতি কমানোয় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ করেন ব্যবহারকারীরা।

ফ্রান্সের প্রতিযোগিতা ও প্রতারণা বিষয়ক তদারকি সংস্থা ডিজিসিসি আরএফ এই জরিমানা আরোপ করেছে। অ্যাপল নতুন মডেলের ফোন বাজারে আনার পর ইচ্ছা করেই পুরনো মডেলের ফোনগুলোর গতি কমিয়ে দিয়েছে। নতুন মডেলের আইফোনের বিক্রি বাড়ানোর জন্য এমনটা করা হয়েছে বলে অভিযোগ পুরনো আইফোন ব্যবহারকারীদের।

এর আগে ২০১৭ সালে মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল জানিয়েছিল, কিছু আইফোনের গতি কমিয়ে দেওয়া হয়েছে। এতে ডিভাইসগুলো আরও বেশি দিন কার্যকর থাকবে।

ডিজিসিসিআরএফ জানিয়েছে, অপারেটিং সিস্টেম আইওএস আপডেট নেওয়ার কারণে ডিভাইসের গতি কমে যাবে তা ব্যবহারকারীদের জানানো হয়নি। চুক্তি অনুযায়ী এ সংক্রান্ত নোটিশ দেওয়া অ্যাপলের উচিত থাকলেও তারা নোটিশ দেয়নি। যদিও অ্যাপল বরাবরের মতো এবারের অভিযোগও অস্বীকার করেছে। কিন্তু টেক জায়ান্ট কোম্পানিটি জরিমানা পরিশোধ করতে সম্মত হয়েছে।

আগামীনিউজ/সবুজ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে