Dr. Neem on Daraz
Victory Day

ভ্যাকসিনের কারণে মৃত্যু একজনে নেমে এসেছে: স্বাস্থ্যমন্ত্রী


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১, ০৪:৩৬ পিএম
ভ্যাকসিনের কারণে মৃত্যু একজনে নেমে এসেছে: স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি

ঢাকাঃ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এতদিন পর হলেও ভ্যাকসিন ও হসপিটাল সার্ভিসের কারণে মৃত্যু একজনে নেমে এসেছে। একজন দিয়ে দেশে করোনায় মৃত্যু শুরু হয়েছিল, গতকালই (শনিবার) আমরা সেই একজনে ফিরেছি।

রোববার দুপুরে গাজীপুরের কাশিমপুর ডিবিএল ফার্মার কারখানা উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রত্যেক মাসে ভ্যাকসিন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। এই মাসেই আশা করি তিন কোটি ডোস দেওয়া যাবে। নতুন করে ১২-১৭ বছর বয়সীদের ভ্যাকসিন কার্যক্রম গ্রাম পর্যায়ে পৌঁছে গিয়েছে বলে জানান মন্ত্রী। 

এর আগে ডিবিএল ফার্মাসিটিক্যাল ফ্যাক্টরিতে অনুষ্ঠান যোগ দিয়ে মন্ত্রী ঔষধ শিল্পে তাদের যাত্রাকে স্বাগত জানান। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. হাবিব-ই মিল্লাত, ওষুধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. আবুল বাশার, ডিবিএল গ্রুপের চেয়ারম্যান এম এ ওয়াহেদ এবং ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমএ জব্বার।

আগামীনিউজ/নাসির   

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে