Dr. Neem on Daraz
Victory Day

জনসনের টিকা অনুমোদন পেল দেশে  


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ১৫, ২০২১, ০৯:৪০ পিএম
জনসনের টিকা অনুমোদন পেল দেশে  

সংগৃহীত

ডেস্ক রিপোর্টঃ বেলজিয়ামে উৎপাদিত জনসেনের টিকা দেশে  করোনা ভাইরাস প্রতিরোধে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এ নিয়ে করোনা প্রতিরোধে ছয়টি টিকা জরুরি প্রয়োগের অনুমোদন দিয়েছে বাংলাদেশ।‌

মঙ্গলবার (১৫ জুন) ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এই টিকার এক ডোজেই করোনা প্রতিরোধ করা যাবে। এটিকে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। এ টিকা ১৮ বছর এবং তার উপরের বয়সের ব্যক্তির জন্য ব্যবহারযোগ্য।

এর আগে গত ১২ মার্চ টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পায়। গত ২৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ঔষধ প্রশাসন অধিদপ্তর ও ১১ মার্চ ইউরোপীয় ইউনিয়ন জরুরি ব্যবহারে জানসেনের টিকার অনুমোদন দেয়।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে