ঢাকা : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশ্বের অন্য দেশ ভ্যাকসিন পেলে আমাদের দেশও সেই প্রথম সারির মধ্যে থাকবে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের কর্ণেল মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশু খাদ্য ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন দেশে এখন ভ্যাকসিন তৈরি হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যে হয়তো আমরা সেই ভ্যাকসিন পাব। চীনের ভ্যাকসিনকে পরীক্ষামূলকভাবে ব্যবহারের অনুমোদন দিয়েছি বলেও জানান তিনি।
উল্লেখ্য, এডভান্সমেন্ট অব রুরাল এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার সোসাল সিকিউরিটি এন্ড হেলথ (অরিষ) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই শিশু খাদ্য ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অরিষের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, অরিষের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ মোহাম্মদ ঝিনুক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে দুই শতাধিক পরিবারের মাঝে শিশু খাদ্য হিসেবে আটা, দুধ, সুজি, বিস্কুট, স্যালাইন, চিনি ও খাদ্য সামগ্রী হিসেবে ১০ কেজি চাল, আটা, এক কেজি ডাল বিতরণ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর আগে তিনি ওই এলাকায় শাবানা মালেক মডেল কমিউনিটি ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আগামীনিউজ/এসপি