Dr. Neem on Daraz
Victory Day

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, শনাক্ত ১১৪


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ২৫, ২০২৩, ০৪:২০ পিএম
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, শনাক্ত ১১৪

ফাইল ছবি

চট্টগ্রামঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই দিন ভাইরাসজনিত এ রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১৪ জন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত  জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৪১ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে।

মঙ্গলবার (২৫ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, ডেঙ্গু আক্রান্ত হিসেবে হাসপাতালে ভর্তি রয়েছে ২৭৪ জন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৯৯ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ১৫ জন এবং জেলার অন্যান্য হাসপাতালগুলোতে ১৬০ জন ভর্তি রয়েছেন। বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৬৭ জন।

 

 

এমআইসি 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে