Dr. Neem on Daraz
Victory Day

বিএসএমএমইউতে ট্রেইনি চিকিৎসকদের অবস্থান কর্মসূচি


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৬, ২০২৩, ০১:০০ পিএম
বিএসএমএমইউতে ট্রেইনি চিকিৎসকদের অবস্থান কর্মসূচি

ঢাকাঃ পুলিশের বাধায় রাজধানীর শাহবাগে অবস্থান করতে না পেরে ভাতা বাড়ানোর দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অবস্থান কর্মসূচি শুরু করেছেন বেসরকারি পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। দাবি আদায়ের লক্ষ্যে বিএসএমএমইউ চিকিৎসক- শিক্ষকদের অবরুদ্ধ করার ঘোষণা দিয়েছেন তারা।

রোববার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। 

জানা গেছে, বেলা ১১টা থেকে মূল ফটক দিয়ে শাহবাগ মোড়ে যাওয়ার চেষ্টা করেন চিকিৎসকরা। কিন্তু পুলিশের বাধায় তারা বিএসএমএমইউর কোন গেট দিয়েই বাইরে বের হতে পারেননি। ফলে বিএসএমএমইউর চিকিৎসকসহ শিক্ষকদের অবরোধের ঘোষণা দেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা।

আন্দোলনরত চিকিৎসকরা বলেন, সকাল সাড়ে ১০টা থেকে শাহবাগ মোড়ে আমাদের অবস্থান কর্মসূচি করার কথা থাকলেও পুলিশের বাধায় সেখানে অবস্থান করতে পারিনি। তাই আমরা দাবি আদায়ে বিএসএমএমইউর ভিতরেই অবস্থান কর্মসূচি পালন করবো। প্রয়োজনে বিএসএমএমইউর শিক্ষক-চিকিৎসকদের অবরুদ্ধ করার কথা জানিয়েছেন তারা।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আন্দোলন কর্মসূচি পালন করলেও কোনো সুনির্দিষ্ট আশ্বাস পাচ্ছেন না এ চিকিৎসকরা। তবে তারা বলছেন, এবার ভাতা বৃদ্ধির সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে যাবেন।

এর আগে গত ৮ জুন সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন করে প্রাইভেট পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে তারা জানায়, ১২ জুনের মধ্যে ভাতা বৃদ্ধির দাবি মানা না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়া হবে। এরপর দাবি মেনে নেওয়ার আশ্বাসে দুই দফা আন্দোলন স্থগিত করে প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। কিন্তু শেষ পর্যন্ত কোনো আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় গত ৮ জুলাই সকাল ১০টা থেকে রাজধানীর শহীদ মিনার এলাকায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে