ঢাকাঃ মহামারি করোনায় নাজেহাল দেশ। সাথে জোরেসোরে বেড়ে চলেছে ডেঙ্গুর প্রকোপ।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৭৮ জন ভর্তি হয়েছে। এখন দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ৯০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৯শ ৮৭ জন এবং অন্যান্য বিভাগে এখন মোট ১০৩ জন রোগী ভর্তি রয়েছে। এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যুর হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) সরেজমিনে শ্যামলীর শিশু হাসপাতালে ঘুড়ে দেখা গেছে বেহাল দশা।