Dr. Neem on Daraz
Victory Day

রাজশাহীতে করোনায় মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২৮, ২০২১, ০৮:৪৭ এএম
রাজশাহীতে করোনায় মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে

রাজশাহী: রাজশাহী বিভাগে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। সর্বশেষ শুক্রবার বিভাগের বগুড়ায় একজনের মৃত্যু হয়েছে। এর ফলে বিভাগের আট জেলায় এখন মোট মৃতের সংখ্যা ৪০১ জনে দাঁড়াল।

শনিবার (২৭ মার্চ) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ২৫৫ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৬ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ১০ জন, সিরাজগঞ্জে ১৮ জন এবং পাবনায় ১১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিভাগে নতুন ৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এ দিন সুস্থ হয়েছেন নয়জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৪৪৪ জন। এদের মধ্যে ২৪ হাজার ৬৯৯ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৬৭ জন কোভিড-১৯ রোগী।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে