Dr. Neem on Daraz
Victory Day

জাপান থেকে আরও ৬ লক্ষাধিক টিকা এলো ঢাকায়


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১, ১১:০৮ পিএম
জাপান থেকে আরও ৬ লক্ষাধিক টিকা এলো ঢাকায়

ফাইল ছবি

ঢাকাঃ জাপান থেকে কোভ্যাক্সের আওতায় আরও ৬ লাখ ৩৪ হাজার ৯০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা ঢাকায় পৌঁছেছে।

শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব টিকা পৌঁছায়।

এ নিয়ে কোভ্যাক্স সুবিধার আওতায় সব মিলিয়ে ৩০ লাখেরও বেশি ডোজ টিকা জাপান থেকে এলো। এর আগে শুক্রবার (২৭ আগস্ট) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ফেসবুকে জানিয়েছিলেন, কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশের জন্য জাপানের প্রতিশ্রুতি দেওয়া অক্সফোর্ডের টিকার ৬ লাখ ৩৪ হাজার ৯০০ ডোজ আজকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।

জাপান কোভ্যাক্স সুবিধার আওতায় বাংলাদেশকে ৩০ লাখ ডোজ টিকা দেওয়ার ঘোষণা দেয়। সে অনুযায়ী গত ২৪ জুলাই ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ঢাকায় আসে। এরপর ৩১ জুলাই ৭ লাখ ৮১ হাজার ৩২০ টিকা, ২ আগস্ট ৬ লাখ ১৬ হাজার ৭৮০ টিকা এবং ২১ আগস্ট ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ টিকা পাঠায় জাপান।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে