Dr. Neem on Daraz
Victory Day

বিশ্বে কমেছে করোনায় মৃত্যু ও সংক্রমণ


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ৮, ২০২১, ০৯:৫৫ এএম
বিশ্বে কমেছে করোনায় মৃত্যু ও সংক্রমণ

ফাইল ছবি

ঢাকাঃ বিশ্বে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬৮ হাজার ২৯০ জন। একই সময়ে মারা গেছেন ৯ হাজার ৬ জন এবং এ রোগ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ১০ হাজার ৭৫৭ জন।

গত একদিনের পরিসংখ্যান থেকে দেখা যায় বিশ্বে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে ১ লাখ ২৯ হাজার ৬৪১ এবং একই সময়ে মৃতের সংখ্যা কমেছে ১ হাজার ২১৯। এছাড়া করোনায় আক্রান্তের পর সুস্থ হয়ে উঠেছেন-এমন ব্যক্তিদের সংখ্যা কমেছে ৪৭ হাজার ৭০ জন।

রোববার সকাল পর্যন্ত ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২০ কোটি ২৯ লাখ ৫৩ হাজার ১৩৭ জনের। মৃত্যু হয়েছে ৪২ লাখ ৯৯ হাজার ২৬৮ জনের।

করোনা থেকে সেরে উঠেছেন ১৮ কোটি ২২ লাখের বেশি মানুষ। এখন করোনা রোগী রয়েছেন এক কোটি ৬৩ লাখের বেশি। এদের মধ্যে ৯৮ হাজারের বেশি রোগীর অবস্থা গুরুতর।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৬৫ লাখ ১৮ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৩২ হাজার ৯৮৭ জনের।

করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ১৯ লাখ ৩৩ হাজারের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ২৭ হাজার ৮৯২ জনের।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ১ লাখ ৫১ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৩ হাজার ৮২ জনের।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে