Dr. Neem on Daraz
Victory Day

প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেল ১০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুলাই ৯, ২০২০, ০৮:২৪ পিএম
প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেল ১০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার

সংগৃহীত

গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঘর পেল ১০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার। বৃহস্পতিবার (৯ জুলাই)  জেলা প্রশাসক মো. আবদুল মতিন ফিতা কেটে ঘরের মালিকদের কাছে চাবি হস্তান্তর করেন।

এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রসূন কুমার চক্রবর্তী, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সিরাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আনিছুর রহমান, কুপতলা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে ২০১৯-২০ অর্থবছরে উপজেলায় ১০টি সেমিপাকা (আধাপাকা) বাড়ি নির্মাণ করা হয়। যেখানে প্রতিটি বাড়িতে রয়েছে চৌচালা টিনের ছাউনির দুইটি ঘর। যার মোট দৈর্ঘ্য ২২ ফুট এবং প্রস্থ ১০ ফুট। মেঝে পাকা করে দেয়া হয়েছে। প্রতিটি ঘরে রয়েছে একটি করে কাঠের দরজা ও দুইটি করে জানালা। ঘরের একপাশে করে দেয়া হয়েছে রান্নাঘর, টয়লেট, স্টোররুম এবং অপরপাশে একটি পাকা বারান্দা ও সিঁড়ি।  প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৯৫ হাজার টাকা।

আগামীনিউজ/জেএফএস

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে