Dr. Neem on Daraz
Victory Day

দেশে করোনার টিকা গ্রহিতার সংখ্যা সাড়ে ১০ কোটি ছাড়ালো


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২১, ০৯:০০ এএম
দেশে করোনার টিকা গ্রহিতার সংখ্যা সাড়ে ১০ কোটি ছাড়ালো

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই ডোজ মিলিয়ে আরও ১৪ লাখ ৭৩ হাজার ৩৩ জন মানুষ করোনাভাইরাসের টিকা নিয়েছেন। এর মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৩ লাখ ১১ হাজার ৫১৮ জন। একই সময়ে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১১ লাখ ৬১ হাজার ৫১৫ জন। এ নিয়ে দেশে টিকা গ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ১০ কোটি ৫২ লাখ ৭৭ হাজার ৮২৬ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজের টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ১ লাখ ৫৭ হাজার ৩২৯ জন ও নারী ১ লাখ ৫৪ হাজার ১৮৯ জন। দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতার মধ্যে পুরুষ ৫ লাখ ১৯ হাজার ৬৭৪ জন ও নারী ৬ লাখ ৪১ হাজার ৮৪১ জন।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে অক্সফোর্ড-অ্যাসট্রাজেনেকার টিকার মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন। এরপর গত ৮ মাসেরও বেশি সময় ধরে দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মর্ডানা এবং সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে।

সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ১০ কোটি ৫২ লাখ ৭৭ হাজার ৮২৬ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৬ কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৮৯৪ জন। আর দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন ৩ কোটি ৯৬ লাখ ৫৮ হাজার ৯৩২ জন।

এখন পর্যন্ত টিকা নেওয়ার জন্য মোট নিবন্ধনকারীর সংখ্যা ৭ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৬৭৫ জনে। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৭ কোটি ৩০ লাখ ৩৫ হাজার ৩০০ জন ও পাসপোর্টের মাধ্যমে ১০ লাখ ৮৭ হাজার ৮৪০ জন নিবন্ধন করেন।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে