ঢাকাঃ চীন থেকে সিনোফার্মার আরও ৫০ লাখ করোনাভাইরাস (কোভিড-১৯) এর টিকা দেশে এসে পৌঁছাল। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় টিকার চালান নিয়ে একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৩ জুলাই বাণিজ্যিক চালান শুরুর পর এখন পর্যন্ত বাংলাদেশে ছয়টি চালানে এক কোটি ৯৯ লাখ এক হাজার ৩৫০ ডোজ সিনোফার্ম টিকা বাংলাদেশে এসেছে। এর সঙ্গে যুক্ত হবে আজকের চালানটি।
এর আগে ১১ সেপ্টেম্বর চীন থেকে সিনোফার্মের ৫৪ লাখ ডোজ টিকা ঢাকায় আসে।
এছাড়া কোভ্যাক্সের আওতায় তিন চালানে সিনোফার্ম থেকে দেশে এসেছে ৩৪ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা। আর সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা ৭০ লাখ ডোজ টিকার সঙ্গে ৩০ আগস্ট ঢাকায় এসেছে আরও ৫৬ লাখ ডোজ টিকা। এরপর গত ১০ সেপ্টেম্বর রাতে বড় চালানে সিনোফার্ম থেকে দেশে আসে আরও ৫৪ লাখ ১ হাজার ৩৫০ ডোজ টিকা। এখন পর্যন্ত চীন থেকে সিনোফার্মের মোট ১ কোটি ৯৯ লাখ ১ হাজার ৩৫০ ডোজ টিকা পেল বাংলাদেশ। এছাড়া আজকের চালানে এলো আরও ৫০ লাখ ডোজ টিকা।