Dr. Neem on Daraz
Victory Day

২৫ লাখ মর্ডানার টিকা উপহার পাচ্ছে বাংলাদেশ


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: জুন ২৭, ২০২১, ০৯:৫৩ এএম
২৫ লাখ মর্ডানার টিকা উপহার পাচ্ছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ঢাকাঃ বাংলাদেশকে মর্ডানার ২৫ লাখ ডোজ টিকা উপহার দিচ্ছে যুক্তরাষ্ট্র। টিকা সরবরাহের বৈশ্বিক জোট কোভ্যাক্সের মাধ্যমে দেয়া হবে এই টিকা।

শনিবার (২৬ জুন) ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার টুইটারে এ তথ্য প্রকাশ করেন।

তিনি লিখেন, ‘আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, খুব দ্রুতই মার্কিন জনগণ গ্যাভির মাধ্যমে বাংলাদেশকে মডার্নার ২ দশমিক ৫ মিলিয়ন ডোজ টিকা উপহার দিচ্ছে। কোভ্যাক্সের সবচেয়ে বড় সরবরাহকারী হিসেবে করোনা মোকাবিলায় বিশ্বজুড়ে টিকা সরবরাহ বাড়ানোর ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র।’

বাংলাদেশে বর্তমানে চীনের দেয়া সিনোফার্মের টিকাদান কার্যক্রম চলমান আছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে