Dr. Neem on Daraz
Victory Day

কোভ্যাক্স থেকে আগস্টে আসছে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ টিকা


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: জুন ১২, ২০২১, ১০:১৭ এএম
কোভ্যাক্স থেকে আগস্টে আসছে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ টিকা

ছবি: সংগৃহীত

ঢাকাঃ আগামী আগস্ট মাসে কোভ্যাক্স থেকে অ্যাস্ট্রাজেনেকার উৎপাদিত ১০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা দেশে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী আগস্টে কোভ্যাক্স থেকে অ্যাস্ট্রাজেনেকার উৎপাদিত ১০ লাখ ডোজ করোনার টিকা দেশে আসছে।

এর আগে শুক্রবার সকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানান, বাংলাদেশ কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ৮০০ ডোজ টিকা পাচ্ছে। এ টিকার চালান শিগগিরই বাংলাদেশে আসবে।

উল্লেখ্য, কোভ্যাক্স হলো করোনা প্রতিরোধে দরিদ্র এবং মধ্যম আয়ের দেশগুলোকে বিনামূল্যে টিকা সরবরাহ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বে একটি বৈশ্বিক উদ্যোগ।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে