Dr. Neem on Daraz
Victory Day

রেলের নতুন যুগে বাংলাদেশ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ১১, ২০২১, ০৫:২৩ পিএম
রেলের নতুন যুগে বাংলাদেশ

সংগৃহীত

ঢাকাঃ  বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করল বাংলাদেশ। ঢাকার উত্তরায় দিয়াবাড়ির মেট্রোরেলের ডিপোতে জাপান থেকে আনা মেট্রোরেলের ৬টি বগি চালানো হয়েছে। 

মঙ্গলবার (১১ মে) বেলা ১২টার দিকে গণমাধ্যমকর্মীদের সামনে এই বগি দেখানো হয়। মেট্রোরেলের প্রদর্শনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

৬টি বগির সেট নিয়ে ট্রেনটি ওয়ার্কশপ থেকে পাঁচ কিলোমিটার গতিতে প্রায় ৫০০ মিটার পাড়ি দেয়। এ ট্রেনটি সম্পূর্ণ বিদ্যুৎ চালিত। জাপানের কাওয়াসাকি কোম্পানি ট্রেনগুলোর নির্মাতা। তাদেরই একজন চালক ট্রেনটি চালিয়ে নিয়ে আসেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে