Dr. Neem on Daraz
Victory Day

সুস্থ ৭ কোটি ৪৩ লাখের বেশি মানুষ


আগামী নিউজ | আর্ন্তজাতিক ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২১, ০৯:২৬ এএম
সুস্থ ৭ কোটি ৪৩ লাখের বেশি মানুষ

ছবি: সংগৃহীত

ঢাকাঃ বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ কোটি ২৬ লাখের মতো মানুষ। তবে ইতিবাচক খবর হচ্ছে তাদের ৭ কোটি ৪৩ লাখ মানুষ এরইমধ্যে সুস্থ হয়েছেন। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২২ লাখ ১৪ হাজারের বেশি মানুষের।

আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২২ লাখ ১৪ হাজার ২৯৮ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১০ কোটি ২৫ লাখ ৯২ হাজার ১৭৫ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ২ কোটি ৫৯ লাখ ৬৮ হাজার ৯৩৩ জন চিকিৎসাধীন এবং ১ লাখ ৯ হাজার ২১ জন (০.৪%) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ৭ কোটি ৪২ লাখ ৯৯ হাজার ৯২৩ জন সুস্থ হয়ে উঠেছেন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আগামীনিউজ/সোহেল 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে