Dr. Neem on Daraz
Victory Day

সিএমজিতে ১ম বারের মতো সভাপতির দায়িত্বে বাংলাদেশ


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২০, ০১:১৩ পিএম
সিএমজিতে ১ম বারের মতো সভাপতির দায়িত্বে বাংলাদেশ

ছবি সংগৃহীত

ঢাকাঃ গায়ানা বিষয়ক কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল গ্রুপের (সিএমজি) সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, সর্ব সম্মতিক্রমে সিএমজির সভাপতি নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। নির্বাচিত হওয়ার পর বঙ্গবন্ধুর বিদেশ নীতি অনুযায়ী সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণভাবে অঞ্চল বিরোধ নিষ্পত্তি করতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

ভেনিজুয়েলা-গায়ানার অঞ্চল বিরোধ নিষ্পত্তিতে কাজ করে আসছে গায়ানা বিষয়ক সিএমএজি। তবে এতে প্রথমবারের মতো সভাপতির দায়িত্ব পেলো বাংলাদেশ।

এর আগে গায়ানা বিষয়ক কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল গ্রুপের (সিএমজি)সভাপতির দায়িত্বে ছিলো দক্ষিণ আফ্রিকা।

আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে