Dr. Neem on Daraz
Victory Day

সবুজ মাল্টায় স্বপ্ন দেখছেন চাষিরা 


আগামী নিউজ | গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৬, ২০২০, ১২:১১ পিএম
সবুজ মাল্টায় স্বপ্ন দেখছেন চাষিরা 

সংগৃহীত ছবি

গাজীপুর: জেলার কালিয়াকৈর উপজেলার বরাব এলাকায় কয়েক বছর আগে মাল্টা চাষি এক বন্ধুর পরামর্শে এ ফল চাষের উদ্যোগ নেন শহিদুল ইসলাম সাচ্চুসহ তার আরো পাঁচ বন্ধু। বর্তমানে তাদের বাগানে ভরে গেছে সবুজ মাল্টায়। আর মাল্টার বাম্পার ফলনে ব্যবসায়ীকভাবে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন সাচ্চু ও তার বন্ধু আনোয়ার হোসেন মিঠু, মেজবাহুল ইসলাম, সাইফুল ইসলাম, মো. মাসুম ও মো. মনিরুজ্জামান। 

সাচ্চু ও তার বন্ধুরা বাগানের জন্য ১১ বিঘা জমি ১০ বছরের জন্য ভাড়া নেন। বছরপ্রতি জমির ভাড়া প্রায় ২ লাখ ২০ হাজার টাকা। পরে সেখানে বাণিজ্যিকভাবে বারি-১ ও ভারতীয় জাতের মাল্টা চাষ শুরু করেন। আলাদা দুটি বাগানে প্রায় দেড় হাজার মাল্টা গাছ রয়েছে।

জানা যায়, এবছর তারা মাল্টা বিক্রি করবেন। যদিও গত বছর থেকে তাদের বাগানে মাল্টা ধরতে শুরু করে। কিন্তু সেসময় তেমন একটা মাল্টা বিক্রি করতে পারেননি। তবে এবার বাগানে মাল্টার ফলন ভালো হওয়ায় লাভবান হওয়ার বিষয়ে আশাবাদী সাচ্চু ও তার বন্ধুরা। জানা যায়, আগস্ট/সেপ্টেম্বর থেকে এ বাগানের মাল্টা বাজারে বিক্রি করা হবে। 

সাচ্চুর বন্ধু মিঠু জানান, তিনি ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। পাশাপাশি কয়েক বন্ধু মিলে গাজীপুরে মাল্টা চাষ শুরু করেছেন। এ বছর তাদের বাগানে প্রচুর মাল্টা ধরেছে। প্রতিটি গাছে গড়ে ৭০ থেকে ৮০টি মাল্টা ধরেছে।

আগামীনিউজ/এমআর 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে