Dr. Neem on Daraz
Victory Day

গোপনে রাশমিকার বিয়ে, পাত্র কে জানলে অবাক হবেন!


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: আগস্ট ৬, ২০২৩, ১০:২৩ এএম
গোপনে রাশমিকার বিয়ে, পাত্র কে জানলে অবাক হবেন!

ঢাকাঃ ভারতের জাতীয় ক্রাশ রাশমিকা মান্দানা।যাকে নিয়ে চর্চা হয় প্রবল। তার সৌন্দর্য অনুরাগীদের মন কেড়ে নেয়। আর সেকারণে এ নায়িকার ব্যক্তিগত জীবন তথা প্রেম-ভালোবাসা নিয়ে তারা খোঁজ রাখেন। 

সম্প্রতি বিজয় দেবেরকোন্ডা ও রাশমিকার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। পরিবার ও বন্ধুদের সঙ্গে নেট মাধ্যমে এই জুটির একত্রে ভিডিও ভাইরাল হতেই চর্চা শুরু হয়।

এদিকে রাশমিকার একটি সাক্ষাৎকার প্রকাশ পেয়েছে। যেখানে তাকে অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে দেখা যায়। অনুষ্ঠানটির সঞ্চালক তাকে তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করেন। তখনই তিনি বিবাহিত বলে জানান। এই প্রতিক্রিয়া দর্শকদের বিস্মিত করে দেয়। অবশ্য পরে খোলাসা করে জানান যে, গোপনে জাপানি অ্যানিমে চরিত্র ‘নারুতো’কে তিনি বিয়ে করেছেন।

জাপানি অ্যানিমেশন সিরিজ নারুতো ও নারুতো শিপুডেন অনেকের কাছে আবেগ। সেই তালিকায় রয়েছেন রাশমিকাও। অ্যানিমেশন চরিত্র ‘হিনাটা’র মতোই তার চুল বেগুনি রঙ করার ইচ্ছা প্রকাশ করেন। ‘হিনাটা’ আসলে  জাপানি সিরিজের ‘নারুতো’র ভালোবাসা। 

রাশমিকা বলেন, ‘নারুতো আমার হৃদয়ে আছে। এটি আমার প্রিয় চরিত্র। আমি সেই চরিত্রের সাথে বিবাহিত।’ 

বিজয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জন থাকলেও শোনা যায় ২০১৭ সালে নাকি দক্ষিণের নায়ক রক্ষিত শেট্টির সঙ্গে বাগদান সারেন অভিনেত্রী। 

রাশমিকার প্রথম সিনেমা ‘কিরিক পার্টি’। ২০১৬ সালে মুক্তি পাওয়া এ কন্নড় সিনেমার হাত ধরেই রাশমিকার সাফল্যের শুরু। এই সিনেমার প্রযোজক ও অভিনেতা রক্ষিতের সঙ্গে নাকি একসময় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন রাশমিকা। আংটি বদল থেকে শুরু করে বাগদান— সবটাই নাকি হয়ে গিয়েছিল তখন। সেসময় বিশাল ঘটা করে অনুষ্ঠান করেন রাশমিকা-রক্ষিত।

২০১৭ সালের ৩ জুলাই তাদের বাগদান সম্পন্ন হয়। তবে কোনো এক অজ্ঞাত কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়। ২০১৮ সালের সেপ্টেম্বরে আলাদা হয়ে যান রাশমিকা-রক্ষিত। এখন জোর চর্চা রাশমিকা-বিজয়ের সম্পর্ক নিয়ে। তবে এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন দুজনেই।

একটু একটু করে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করছেন রাশমিকা। হিন্দি সিনেমায় অভিষেক হয়েছে ‘গুডবাই’ সিনেমার মাধ্যমে। তবে সাফল্য পাননি। এবার তার অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন রণবীর কাপুরের সঙ্গে তার পরবর্তী সিনেমা ‘অ্যানিম্যাল’-এর। তাই দক্ষিণের তুলনায় আজকাল বেশিরভাগ সময় কাটাচ্ছেন বলিউডে।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে