Dr. Neem on Daraz
Victory Day

দেশের ৪১ প্রেক্ষাগৃহে চলছে ‘পাঠান’


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: মে ১২, ২০২৩, ১২:০৫ পিএম
দেশের ৪১ প্রেক্ষাগৃহে চলছে ‘পাঠান’

ঢাকাঃ সিনেমা হল মালিকদের আবেদনের প্রেক্ষিতে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল বলিউডের ‘পাঠান’ সিনেমা। আজ শুক্রবার ৪১ সিনেমা হলে মুক্তি পেয়েছে এই ছবি। প্রতিদিন ‘পাঠান’র ২০৬টি শো প্রদর্শিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন ‘পাঠান’র আমদানিকারক অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন।

তিনি জানান, ছবি মুক্তির আগে প্রথম দুই দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। তিনি আরও জানান, মুক্তির এতদিন পরও বাংলাদেশের দর্শকের মাঝে ‘পাঠান’ এতটা সাড়া ফেলবে, তা কল্পনা করতে পারেননি।

এদিকে ছবিটির প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশনের ভাইস প্রেসিডেন্ট নেলসন ডিসুজা ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘সিনেমা সব সময় দেশ, সংস্কৃতি এবং জাতিগত দূরত্ব কমিয়েছে। সীমান্তের বেড়াজাল পেরিয়ে মানুষকে মুগ্ধ করেছে। বাংলাদেশের প্রশাসনের সিদ্ধান্তকে কুর্নিশ জানাই আমরা। অনেক ধন্যবাদ। বাংলাদেশে শাহরুখ খানের একটা বিরাট সংখ্যক অনুরাগী রয়েছেন।’

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছিল চলতি বছরের ২৫ জানুয়ারি। এতে অভিনয় করেছেন শাহরুখ খান। এ ছাড়া আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়াসহ অনেকে।

মুক্তির এক মাসে সিনেমাটির আয় হাজার কোটি ছাড়ায়। বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসাসফল ছবি হওয়ার গৌরব অর্জন করেছে এই ছবি।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে