ঢাকাঃ ভারতীয় সংগীতের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। শুধু ভারতীয় ভূ-খণ্ডে না, উপমহাদেশ জুড়ে তার সুরেলা কণ্ঠে মুগ্ধ শ্রোতা। ৩৬টি ভাষায় গান গেয়েছেন তিনি। শুধু হিন্দি ভাষাতেই গেয়েছেন এক হাজারের বেশি গান। এবার এই গায়িকার নাম উঠল সর্বকালের সেরা সংগীতশিল্পীদের তালিকায়। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
জনপ্রিয় মার্কিন ম্যাগাজিন রোলিং স্টোন সর্বকালের সেরা ২০০ কণ্ঠশিল্পীর একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে ৮৪তম স্থান দখল করেছেন প্রয়াত এই সুর সম্রাজ্ঞী। তালিকার প্রথম স্থানে রয়েছেন কণ্ঠশিল্পী অ্যারেথা ফ্রাঙ্কলিন।
এই তালিকায় অন্যান্য বিখ্যাত কণ্ঠশিল্পীদের মধ্যে রয়েছেন অ্যাডেল, পল ম্যাককার্টনি, ডেভিড বোভি, লুই আর্মস্ট্রং, আরিয়ানা গ্র্যান্ডে, লেডি গাগা, রিহানা, অ্যামি ওয়াইনহাউস, মাইকেল জ্যাকসন, নুসরাত ফাতেহ আলী খান, বব মার্লে, এলটন জন, টেলর সুইফট, ওজি অসবোর্ন, নিল ইয়াং, আইইউ, বোনো, ক্রিস্টিনা আগুইলেরা, বারব্রা স্ট্রিস্যান্ড, জাংকুক এবং বিলি ইলিশসহ প্রমুখ বিখ্যাত সংগীতশিল্পী।
লতা মঙ্গেশকর আনন্দলোক থেকে অনন্তলোকের পথে পাড়ি জমান গত বছরের ৬ ফেব্রিয়ারি। সেদিন সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর পরও এ কণ্ঠশিল্পীর এমন সম্মানে বেশ আপ্লুত তার অনুরাগীরা।
বুইউ