Dr. Neem on Daraz
Victory Day

সড়কে প্রাণ গেল গীতিকার ওমর ফারুক বিশালের


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২, ০১:০৯ পিএম
সড়কে প্রাণ গেল গীতিকার ওমর ফারুক বিশালের

ঢাকাঃ গীতিকার ও বিনোদন সাংবাদিক ওমর ফারুক বিশাল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিজ শহর নরসিংদী থেকে মোটরসাইকেলে করে ঢাকায় ফেরার পথে তার বাইকটিকে একটি কাভার্ড ভ্যান চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন তরুণ গীতিকবি ও সাংবাদিক ওমর ফারুক বিশালের চাচাতো ভাই মামুন।

মামুন জানান, ‘এক বন্ধুর মোটরসাইকেলে করে সকালে ঢাকায় রওয়ানা দেন বিশাল। মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন তিনি। আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে মরজাল বাস স্ট্যান্ডের পাশে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয় একটি কাভার্ড ভ্যান। সেখানেই প্রাণ হারান বিশাল। তার বন্ধুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নিয়ে ভর্তি করা হয়েছে।’

ওমর ফারুক বিশাল নিউজপোর্টাল জি-নিউজে কর্মরত ছিলেন। তিনি দৈনিক যায়যায়দিন ও অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজেও সাংবাদিকতা করেছেন।

ওমর ফারুক বিশাল কবি ও গীতিকার হিসেবে বেশ সুনাম অর্জন করেছিলেন। তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় সব শিল্পীরা। বিশালের লেখা সম্প্রতি প্রকাশিত ‘আমারে দিয়া দিলাম তোমারে’ গানটি তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। গানটিতে কণ্ঠদিয়েছেন শিল্পী সাব্বির নাসির।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে