Dr. Neem on Daraz
Victory Day

যারা পেটে বাচ্চা নিয়ে আড়ালে থাকে আমি সেই গ্রেডের নায়িকা না : বর্ষা


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: জুলাই ১৪, ২০২২, ১২:১৬ পিএম
যারা পেটে বাচ্চা নিয়ে আড়ালে থাকে আমি সেই গ্রেডের নায়িকা না : বর্ষা

ঢাকাঃ ঈদুল আজহা উপলক্ষে (১০ জুলাই) মুক্তি পেয়েছে চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের নতুন সিনেমা 'দিন: দ্য ডে'। যাতে অনন্তের নায়িকা হিসেবে অভিনয় করেছেন তার স্ত্রী বর্ষা। সিনেমাটির বাজেট ১০০ কোটি টাকার বেশি বলে শুরু থেকে বলে আসছিলেন অনন্ত। এটি মুক্তি পায় দেশের ১০৭টি সিনেমা হলে।

সিনেমাটি মুক্তির পর থেকেই এর প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন অনন্ত ও বর্ষা। বুধবার (১৩ জুলাই) সন্ধ্যায় সিনেমাটি দেখতে রাজধানীর মিরপুরের সনি সিনেমা হল পরিদর্শনে যান দুই তারকা। সেখানে বর্ষা জানান তিনি পেটে বাচ্চা নিয়ে আড়ালে থাকা নায়িকা না।

অনন্তের সব সিনেমায় তিনিই কেন নায়িকা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উল্টো প্রশ্ন ছুঁড়ে দিয়ে বর্ষা বলেন, ‘কী টাইপের নায়িকা আপনাদের পছন্দ? সেই নায়িকা পছন্দ- যারা পেটে সন্তান নিয়ে কিংবা সন্তান প্রসব করে হাইডে (আড়ালে) থাকে? নাকি যারা হিরোইন, ফেনসিডিল, মদ, গাঁজা নিয়ে ধরা পড়ে পুলিশের হেফাজতে থাকে? যেসব নায়িকা বিয়ের শাড়িটাও স্পন্সর নিয়ে পরে তাদের পছন্দ? তাদেরকে অনন্ত জলিলের সঙ্গে মানাবে? আমি সেই গ্রেডের নায়িকা না। আমি আমার জায়গায় আছি।’

এ সময় এই নায়িকা আরও যোগ করেন, ‘আমাদের সিনেমার শো বেশি চলছে। শো বেশি হলে দর্শক বেশি থাকবে এটাই স্বাভাবিক। বাংলাদেশের পুলিশকে আমরা এখানে হাইলাইট করেছি। সিনেমাটি যখন বিদেশে মুক্তি পাবে, তখন সেখানকার দর্শকরা দেখে বলবে- বাহ বাংলাদেশের সরকার, বাংলাদেশের পুলিশ এত বেশি সচেতন।’

এর আগে মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যায় সিনেমাটি দেখতে ঢাকার মধুমিতা সিনেমা হলে যান অনন্ত ও বর্ষা। এদিন সবার সামনে কেঁদে ফেলেন বর্ষা। কান্নাজড়িত কণ্ঠে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, 'নেত্রী: দ্য লিডার' আমরা শুটিং করেছি, হতে পারে এটা শেষ না করতে পারি, এটাই আমাদের জীবনের শেষ সিনেমা। এরপর আমরা আর করব না, যদি মানুষ এভাবে আমাদের ছোট করে গায়ের জোরে ছোট করার চেষ্টা করে। আর কিছু বলতে চাই না।'

‘দিন : দ্য ডে’ সিনেমায় অনন্ত জলিলকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। নানা সন্ত্রাসগোষ্ঠী দমনে অভিযানে অংশ নেবেন তিনি।

সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। ইরানের মুর্তজা অতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। অনন্ত জলিল, বর্ষা ছাড়া আরও অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে