ঢাকাঃ মুক্তিপ্রতীক্ষিত সিনেমার প্রতি দর্শকের আগ্রহ বাড়াতে সংশ্লিষ্টরা অভিনব প্রচারণা করে থাকেন। বেশিরভাগ প্রযোজকরা চান ভিন্নভাবে প্রচারণা করে তাক লাগিয়ে দিতে।
তবে এবার ‘ইস্কাবন’ সিনেমার প্রচারণায় নজিরবিহীন এক পন্থা অবলম্বন করা হলো। রক্ত দিয়ে লেখা হয়েছে সিনেমার পোস্টার। ভারতীয় বাংলা সিনেমাটির নির্মাণ করেছেন মন্দীপ সাহা।
এ বিষয়ে পরিচালক মন্দীপ বলেন, ‘জঙ্গলমহলের মানুষদের ইচ্ছে ছিল এমনটাই। কারণ তাদের ব্যথা, লড়াইয়ের কথাই এই ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমরা। তাই এভাবে সেজেছে পোস্টার। তবে কারও ক্ষতি করে কিছু করা হয়নি।’
উত্তপ্ত জঙ্গলমহলে মাওবাদীদের জীবন অবলম্বনে নির্মিত হয়েছে ‘ইস্কাবন’। কাহিনি রাধামাধব মণ্ডলের। মুক্তি পাবে ১৭ জুন। এখন চলছে শেষ মুহূর্তের প্রচারণা।
ছবিতে অভিনয় করেছেন নবাগত সঞ্জু, অনামিকা চক্রবর্তী, সৌরভ দাস, খরাজ মুখোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, অরিন্দম গঙ্গোপাধ্যায়, দুলাল লাহিড়ী, পুষ্পিতা মুখোপাধ্যায়, সুমিত গঙ্গোপাধ্যায় প্রমুখ।
এমবুইউ