Dr. Neem on Daraz
Victory Day

চাঁদ হয়ে এলেন জেমস


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: মে ৩, ২০২২, ০২:৪৯ পিএম
চাঁদ হয়ে এলেন জেমস

ঢাকাঃ চাঁদরাতে নতুন গান উপহার দেওয়ার কথা দিয়েছিলেন জেমস। তিনি কথা রেখেছেন। একযুগ পর নতুন গান গাইলেন উপমহাদেশের বিখ্যাত এই রকস্টার। অনলাইনে ‘আই লাভ ইউ’ শিরোনামের গানটি প্রকাশের পর থেকে ভক্তদের মধ্যে চাঁদ হাতে পাওয়ার মতো অনুভূতি বিরাজ করছে। ফেসবুকে গানচিত্রটি শেয়ার করে জানাচ্ছেন অনুভূতির কথা।

জেমস আগেই বলেছেন, এই গান মূলত ভক্তদের জন্য। ভক্তদের সঙ্গে তার আত্মিক সম্পর্ক ও ভালোবাসার আখ্যান। প্রকাশের পর বোঝা গেল, জেমস পুরোটাই সত্য বলেছেন। এই গানের বাণীতে মূলত ভক্তদের বন্দনাই করেছেন তিনি।

যেমন- ‘ও বন্ধু তোরাই আমার জান/ তোরাই আমার গান/ তোদের ছাড়া বন্ধু আর/ গাইতে চায় না প্রাণ/’ গানটি যৌথভাবে লিখেছেন জেমস ও বিশু। সুর-সংগীত করেছেন জেমস নিজেই। আর চমকপ্রদ ভিডিও বানিয়েছেন শাহরিয়ার পলক।

ভিডিও তো নয়, যেন জেমসের দুনিয়ায় একটি ঝটিকা সফর। বিভিন্ন দৃশ্যে দেখা গেছে জেমসের পুরনো বিভিন্ন অ্যালবামের প্রচ্ছদ ও ছবি। আবার বিখ্যাত কিছু গানের কথাও মনে পড়েছে দৃশ্যায়নে। কখনো সেলাই দিদিমণি, কখনো মীরাবাঈ, আবার কখনো দুষ্টু ছেলের দল প্রতীকী হয়ে উঁকি দিয়েছে গানের চিত্রে।

‘আই লাভ ইউ’ গানটি নিয়ে জেমস আগেই বলেছেন, ‘এই গানটি আমি আমার ভক্তদের উদ্দেশ্য করে বেঁধেছি, সুর করেছি, কম্পোজিশন করেছি। এর বিষয় বৈচিত্র্যে ঠাই পেয়েছে দীর্ঘ চার দশক ধরে মঞ্চ কিংবা সর্বত্র আমার সঙ্গে ভক্তদের বয়ে চলা অপরিসীম ভালোবাসার সম্পর্ক। এই গানটি ভক্তদের উদ্দেশ্যে গেয়েছি এবং তাদেরকেই উৎসর্গ করছি।’

জেমসের নতুন এই গান প্রকাশ করেছে বসুন্ধরা ডিজিটাল। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি যাত্রা করেছে।

জেমসের সবশেষ প্রকাশিত অ্যালবাম ছিল ‘কালো যমুনা’। ২০০৯ সালে সাউন্ডটেকের ব্যানারে প্রকাশিত হয়েছিল এটি। এরপর সিনেমার জন্য বেশ কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন এই সংগীত তারকা।

গানটি দেখুন:

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে