Dr. Neem on Daraz
Victory Day

‘শাবানার শূন্যতা পূরণ হওয়ার নয়’


আগামী নিউজ | বিনোদন প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২০, ০১:০০ পিএম
‘শাবানার শূন্যতা পূরণ হওয়ার নয়’

নায়িকা শাবানা

ঢাকা:  প্রায় ২ যুগ পর জানা গেল নন্দিত নায়িকা শাবানা অভিনয় ছাড়ার মূল কারণ। ১৯৬২ সালে শিশুশিল্পী হিসেবে নতুন সুর চলচ্চিত্রে তার চলচ্চিত্রে আবির্ভাব ঘটে। পরে ১৯৬৭ সালে চকোরী চলচ্চিত্রে চিত্রনায়ক নাদিমের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন।

প্রায় চার দশক ধরে তিনি দুর্দান্ত প্রতাপের সঙ্গে অভিনয় করেছেন। সমাজ ও পারিবারিক জীবনের বহু সমস্যা তিনি তুলে ধরেছেন অভিনয়ের মাধ্যমে। দর্শককে হাসিয়েছেন, কাঁদিয়েছেন। ৪০ বছরের অভিনয় জীবনে শাবানা তিন শতাধিক ছবিতে অভিনয় করেছেন। অসামান্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে রেকর্ড ১১ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন গুণী এই অভিনেত্রী।

২০০০ সালে হঠাৎ চলচ্চিত্রকে বিদায় জানান শাবানা। পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। স্বামী ও তিন সন্তান নিয়ে বর্তমানে সেখানেই বসবাস করছেন তিনি।

হঠাৎ কেন শাবানা অভিনয় ছেড়েছিলেন সেই প্রশ্ন আজও দর্শকদের মনে ঘুরপাক খায়। দীর্ঘ প্রায় ২ যুগ পর সম্প্রতি সেই অজানা কথা জানালেন শাবানার স্বামী প্রযোজক ওয়াহিদ সাদিক। ‘শৈশব থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিল শাবানা। নিজেকে সে সময় দিতে পারেনি। তাই অভিনয় ছেড়ে এখন নিজের মতো করে সময় কাটাচ্ছে।’

বাংলা চলচ্চিত্র শিল্প শাবানাকে হারানোর ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেনি জানিয়ে তিনি বলেন, ‘তার শূন্যতা পূরণ হওয়ার নয়। শাবানা অভিনয় ছাড়ার পর ঢাকার ফিল্মের এমন দুরাবস্থা হবে কল্পনাও করতে পারিনি। একজন অভিনয় থেকে অবসর নিতেই পারে, তাই বলে আরেকজন সিনেমা করবে না, তাতো হয় না।’

আগামীনিউজ/বিআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে