Dr. Neem on Daraz
Victory Day

শাবনূরের ছেলেও করোনায় আক্রান্ত


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২, ০৩:৪৬ পিএম
শাবনূরের ছেলেও করোনায় আক্রান্ত

ঢাকাঃ ঢালিউডের দর্শক নন্দিনী অভিনেত্রী শাবনূর করোনায় আক্রান্ত। তিনি অস্ট্রেলিয়ার সিডনির একটি হাসপাতালে ভর্তি আছেন। এবার পাওয়া গেল আরও একটি খারাপ খবর। মায়ের পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে শাবনূরের পুত্রও।

বিষয়টি শাবনূর নিজেই জানিয়েছেন ফেসবুকে।

জানা গেছে, শাবনূরের ছেলে আইজান নেহানের কোভিড রেজাল্ট পজিটিভ। তাকে বাসাতেই আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

শাবনূর তার স্ট্যাটাসে লেখেন, ‘আবারো অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সকলকে জানাচ্ছি, আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে আসার একদিন পরই আমার একমাত্র ছেলে আইজানেরও ‘করোনা ভাইরাস’ ধরা পড়েছে।

এখন সে বাসায় আইসোলেশনে আছে। গত বুধবার, ২৯ ডিসেম্বর আমার ছেলের জন্মদিন ছিল কিন্তু নিজে হাসপাতালে ভর্তি থাকায় তার পাশে থাকতে পারিনি। ’

ছেলের জন্য সবার কাছে দেয়াও চেয়েছেন শাবনূর। বলেন, ‘সবার কাছে আমার বিনীত অনুরোধ আপনারা আইজানের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ পাক যেন আমার নয়নের মনিকে শিগগিরই সুস্থ করে দেন।’

উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর ছিল শাবনূরের জন্মদিন। সেই উপলক্ষে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু কোনো কারণে আসতে পারেননি। তবে জন্মদিন উপলক্ষে ভক্তদের একটি উপহার দিয়েছেন অভিনেত্রী। ইউটিউবে নতুন একটি চ্যানেল খুলেছেন তিনি।

আগামীনিউজ/বুরহান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে