Dr. Neem on Daraz
Victory Day

‘খাবার নাকি যৌন সম্পর্ক’ কোনটি বাদ দেবেন সামান্থা?


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১, ০৯:০৬ এএম
‘খাবার নাকি যৌন সম্পর্ক’ কোনটি বাদ দেবেন সামান্থা?

ছবি: সংগৃহীত

ঢাকা: বিচ্ছেদের ঘোষণা দিয়েই আলাদা থাকছেন তিনি। গত ২ অক্টোবর বিচ্ছেদ হয়েছে দক্ষিণী অভিনেত্রী সামান্থা প্রভু এবং অভিনেতা নাগা চৈতন্যর। সেই ঘোষণা নেটমাধ্যমে দিয়েছিলেন তারা। তারপর থেকে একাধিক বার শিরোনাম হয়েছেন ‘ফ্যামিলি ম্যান ২’-এর অভিনেত্রী। সেই অভিনেত্রীর একটি পুরনো সাক্ষাৎকার খুঁজে পেয়েছেন ভক্ত-অনুরাগীরা।

খাবার, নাকি যৌন সম্পর্ক? সাক্ষাৎকারে এমনই প্রশ্নের মুখে পড়েছিলেন সামান্থা। যদিও প্রশ্নটি এড়িয়ে যাননি তিনি। তার জবাব, ‘বড়ই কঠিন প্রশ্ন! তবে হ্যাঁ আমি যেকোনো দিন উপোস করতে পারি। তাই যৌন সম্পর্ককেই বেছে নিলাম। বাদ দিলাম খাবারকে।’ এ জবাব দেওয়ার পরই হাসিতে ফেটে পড়েন সামান্থা।

সামান্থার বিচ্ছেদের নিয়ে নানা আলোচনা সমালোচনা হয়েছে। বলা হয়, সামান্থার বিবাহ-বহির্ভূত সম্পর্ক এবং গর্ভপাত করার সিদ্ধান্তই বিচ্ছেদের কারণ। আবার উল্টো দিকে এও বলা হয়, সামান্থা সন্তান চেয়েছিলেন। সেই সিদ্ধান্ত নিয়ে নানা ধরনের সমস্যা শুরু হয় যুগলের মধ্যে।

যদিও এক বিবৃতি তিনি লিখেছিলেন, ‘বিবাহ বিচ্ছেদ খুবই কষ্টদায়ক। আমাকে সামলে ওঠার সময় দেওয়া হয়নি। অনবরত ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। কিন্তু আমি কথা দিচ্ছি এ ধরনের কথা বা অন্য কোনো কিছুই আমাকে ভাঙতে পারবে না।’

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে