Dr. Neem on Daraz
Victory Day

মুক্তি পাচ্ছে মান্নার শেষ সিনেমা


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২১, ১০:১৮ এএম
মুক্তি পাচ্ছে মান্নার শেষ সিনেমা

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ মান্নার ছবি মানেই হিট। প্রযোজকরা তাকে নিয়ে লগ্নি করতে ভরসা পেতেন। ২০০৮ সালের ১৭ ফেব্রয়ারি মৃত্যুর মধ্য দিয়ে চলচ্চিত্রের সফল এক নায়কের পরিসমাপ্তি ঘটে। মৃত্যুর এক যুগেরও বেশি সময় পর মুক্তি পেতে যাচ্ছে ঢালিউডের জনপ্রিয় এই নায়কের শেষ সিনেমা। নাম ‘জীবন যন্ত্রণা’। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের ২৬ মার্চ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এই সিনেমার কাজ শুরু হয়েছিল ২০০৫ সালে। তখন এর নাম ছিল ‘লীলামন্থন’। সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন। কিছু অংশের কাজ বাকি থাকতেই নায়ক মান্না মারা যান। এ কারণে এর কাজ থমকে যায়।

পরবর্তীতে আবারও শুরু হয় সিনেমাটির কাজ। সব শেষ করে ২০১১ সালে এটি জমা দেওয়া হয় সেন্সর বোর্ডে। কিন্তু ‘লীলামন্থন’ নামের জন্য সিনেমাটি আটকে যায়। এক দশক আটকে থাকার পর অবশেষে নাম পরিবর্তন করে গত অক্টোবরের শেষ সপ্তাহে প্রয়াত চিত্রনায়কের সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাটি আগামী ২৬ মার্চের দিকে মুক্তির পরিককল্পনা চলছে। ছবির প্রযোজক, সহপরিচালক ও সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সেন্সর ছাড়পত্র পাওয়া সিনেমাটি মুক্তিতে আর কোনো বাধা নেই। ২০০৫ সালে ‘লীলামন্থন’ নামে সিনেমাটির শুটিং শুরু হয়। অল্প কিছু দৃশ্যের কাজ বাকি থাকতেই ২০০৮ সালে মান্না মারা যান। বাকি অংশের কাজ গুছিয়ে ২০১১ সালে সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর নামের কারণে তা আটকে থাকে। অবশেষে নাম বদলিয়ে সেন্সর ছাড়পত্র পেল সিনেমাটি।

সিনেমাটিতে মান্নার সঙ্গে আরও অভিনয় করেছেন মৌসুমী, পপি, শাহনূর, মুক্তি, দীঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগর প্রমুখ।

১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলে জন্মগ্রহণ করা আসলাম তালুকদার ঢাকায় এসে সিনেমার জন্য ‘মান্না’ নামটি ধারণ করেন। এরপর ১৯৮৪ সালে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমে অংশ নিয়ে সুযোগ পান সিনেমায়। ১৯৮৫ সালে মুক্তি পায় তার প্রথম সিনেমা ‘পাগলী’।

বর্ণাঢ্য ক্যারিয়ারে মান্না তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছিলেন। অভিনয়ের জন্য তিনি একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে