Dr. Neem on Daraz
Victory Day

হাসপাতালে অভিনেতা রজনীকান্ত


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২১, ০৩:৫৪ পিএম
হাসপাতালে অভিনেতা রজনীকান্ত

ছবি: সংগৃহীত

ঢাকাঃ হাসপাতালে ভর্তি হলেন তামিল সুপারস্টার রজনীকান্ত। ২৮ অক্টোবর বিকাল সাড়ে ৪টা নাগাদ চেন্নাইয়ের কাবেরি হাসপাতালে ভর্তি করানো হয় এই কিংবদন্তিকে। সঙ্গে ছিলেন মেয়ে ঐশ্বর্য এবং জামাই রবিচন্দ্রন। 

অভিনেতার প্রচারসচিব রিয়াজ কে আহমেদ সংবাদ সংস্থা পিটিআই-কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুশ্চিন্তার কিছু নেই। এটা রুটিনের একটা অংশ। নিয়মিতভাবেই অভিনেতার শারীরিক পরীক্ষা করানো হয়। সে কারণেই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’ 

৪ নভেম্বর মুক্তি পাচ্ছে রজনীর নতুন ছবি ‘আন্নাথে’। ছবি মুক্তির আগমুহূর্তে তার হাসপাতালে ভর্তি হওয়ায় দুশ্চিন্তা বেড়েছে আরও। ভক্তদের মধ্যে তৈরি হলো আশঙ্কার আবহ। যদিও ‘থালাইভা’র ঘনিষ্ঠমহল থেকে জানানো হয়েছে, এটা একেবারেই রুটিন চেকআপ। তবুও ভক্তদের মধ্যে যেন আশঙ্কা কাটছেই না প্রিয় অভিনেতাকে ঘিরে।

গত বছর ডিসেম্বরে শুটিংয়ের মাঝ থেকে তুলে নিয়ে হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল রজনীকান্তকে। তখন তার শরীরে রক্তচাপ কমে গিয়েছিল। যদিও দু’দিন পরই তাকে হাসপাতাল থেকে মুক্তি দেওয়া হয়েছিল।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে