ঢাকাঃ মানি লন্ডারিং মামলায় বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি ও জ্যাকুলিন ফার্নান্দেজ জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার নোরা ফাতেহি ও শুক্রবার জ্যাকুলিন ফার্নান্দেজ ডেকে পাঠানো হয়।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ইডি সূত্রে জানা যায়, ২০০ কোটি রুপির একটি মানি লন্ডারিং মামলার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্তদের জিজ্ঞাসাবাদ করছে ইডি। নোরা ছাড়াও অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে তলব করা হয়েছে। যদিও আগেও এই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই মামলায় বহুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ভবিষ্যতেও হবে।
সুত্র আরও জানায়, সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে দায়ের করা একটি প্রতারণা মামলায় নোরা ফাতেহির বক্তব্য মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (পিএমএলএ) অধীনে রেকর্ড করা হবে। ২০০ কোটি টাকা মানি লন্ডারিং মামলায় অভিযোগ দায়ের করেছিল দিল্লি পুলিশের ইকোনোমিক অফেন্সেস উইং (ইওডব্লিউ)।
আগামীনিউজ/বুরহান