Dr. Neem on Daraz
Victory Day

৫ মাস ধরে কথা বন্ধ বাপ্পি লাহিড়ীর


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১, ০৪:৩১ পিএম
৫ মাস ধরে কথা বন্ধ বাপ্পি লাহিড়ীর

ফাইল ছবি

ঢাকাঃ ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী ও পরিচালক বাপ্পী লাহিড়ী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই অসুস্থ রয়েছেন।

গত এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হন তিনি। ভাইরাসের জন্য সংক্রমণ ছড়িয়েছিল তার ফুসফুসেও। এরপর থেকেই শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকে বাপ্পীর। 

এমনকি কথা বলাও বন্ধ হয়ে যায়। জানা গেছে, বাপ্পি লাহিড়ী নাকি কণ্ঠস্বর হারিয়েছেন। পাঁচ মাস ধরে তার কথা বলা বন্ধ।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে গায়কের ছেলে বাপ্পা লাহিড়ী জানান, বাবার কণ্ঠস্বর নিয়ে যা রটেছে, তা একেবারেই মিথ্যা। আসলে পাঁচ মাস ধরে চিকিৎসকের নির্দেশেই কথা বন্ধ রেখেছেন তিনি। এখনও খুবই দুর্বল বাবা। ফুসফুসে সংক্রমণ হওয়াতেই সুস্থ হতে দেরি হচ্ছে। 

তবে পূজার আগেই তার বাবা পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন তিনি।

বাপ্পা লাহিড়ি এও জানান, দুর্গাপূজার সময় বাপ্পি লাহিড়ীর সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্তর একটা গানের রেকর্ডিংও রয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে