Dr. Neem on Daraz
Victory Day

১৩০ কোটি টাকায় দেশের সিনেমা বদলে দেবেন ঢাকা অ্যাটাকের দীপন


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১, ০১:৫৩ পিএম
১৩০ কোটি টাকায় দেশের সিনেমা বদলে দেবেন ঢাকা অ্যাটাকের দীপন

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ প্রথম সিনেমা ‘ঢাকা অ্যাটাক’ দিয়েই সিনেমাপ্রেমীদের মন জয় করেছেন দীপংকর দীপন। তুমুল দর্শকপ্রিয়তার পাশাপাশি গত কয়েক বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমাও হয় সেটি। ২০১৭ সালে মুক্তি পায় দীপনের সেই সিনেমা। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘অপারেশন সুন্দরবন’। এছাড়া ‘অন্তর্জাল’, ‘ঢাকা ২০৪০’সহ আরও একাধিক সিনেমার কাজ রয়েছে তার হাতে।

এই সফল নির্মাতা এবার দাবি করেছেন, ১৩০ কোটি টাকা পেলে বাংলাদেশের মূলধারার সিনেমা বদলে দেবেন। শনিবার (১৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ কথা জানান দীপন।

পোস্টে তিনি লেখেন, ‘আমাকে ১৩০ কোটি টাকা ১৫ বছরের জন্য বিনা সুদে লোন দ্যান, বাংলাদেশের মূলধারার সিনেমা আমি বদলে দেব। নতুন ছবি, টেকনিকাল ইনফ্রাস্ট্রাকচার, ৭ জন তৈরি পরিচালক, টেকনিকাল ম্যান পাওয়ার  তৈরি করে দেব। প্রমিস।’

দীপনের ভাষ্য এই টাকা পেলে, ‘ইন্ড্রাস্ট্রি ঘুড়ে দাঁড়াবে, গ্যারান্টি  দিয়ে টাকার দায়ও নেব।  আমার শর্ত একটাই-মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের পজেটিভ ব্র্যান্ডিংয়ের  চেতনায় বিশ্বাসী আমি দেশ ও সিনেমাকে  ভালোবেসে সত্‍ উদ্দেশ্য নিয়ে এসেছি। আপনাকেও সততা, ভালোবাসা ও ব্যবসায়িক মনোভার নিয়ে  আসতে হবে। আগ্রহী থাকলে আসেন প্রেজেন্টশান নিয়ে বসি। পোস্টটা শেয়ার দিন যদি জায়গা মত পৌঁছায়।’

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে