Dr. Neem on Daraz
Victory Day

‍‍`মানিকে মাগে হিতে‍‍` ভাইরাল গানটির কে এই গায়িকা ?


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৯, ২০২১, ১১:৩২ এএম
‍‍`মানিকে মাগে হিতে‍‍` ভাইরাল গানটির কে এই গায়িকা ?

ছবিঃ ইয়োহানি ডি সিলভা (সংগৃহীত)

ঢাকাঃ প্রায় সপ্তাহ হতে চলেছে নেটদুনিয়ায় ভাইরাল হওয়া 
'মানিকে মাগে হিতে' শিরোনামের একটি গান। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, লাইকিসহ জনপ্রিয় সব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলেছে এ গানটি নিয়ে আলোচনা। কথা নয়, শুধু গানের সুরই যে সংগীতপ্রেমীদের মোহাচ্ছন্ন করে ফেলতে পারে তার প্রমাণ দিয়েছি গানটি। গানটি এতদিনে শুনেননি এমন লোক কম। তবে গানটির অর্থ জানেন না অনেকেই। কোন ভাষার গান এটি- তাও অনেকে হয়তো জানেন না। তবুও গানের ভিডিওতে মজেছেন বহু মানুষ, শেয়ার করছেন নিজের ওয়ালে। 

এদিকে শুধু বাংলাদেশে নয় ভারত, পাকিস্তানসহ আরও অনেক দেশে ভাইরাল হয়ে চলেছে গানটি। অনেক শিল্পী এর কভার সং তৈরি করেছেন। কেউ কেউ ভিন্ন রিদম জুড়েছেন। নতুন নতুন র্যাপ যোগ করে গানটিকে আরও জনপ্রিয় করে তুলেছেন। সিংহালী ভাষার এই গানের তামিল, মালয় ও বাংলা সংস্করণ বের হয়েছে ইতোমধ্যে।  মূলত গায়িকার গায়কীর জন্যই গানটি ভাইরাল বলে অনেকে বলছেন। 

অন্যদিকে, রাতারাতি আলোচনায় এসেছেন এই গানের শিল্পী, হয়ে উঠেছেন স্টার। তবে গানটির জনপ্রিয়তা হলেও বেশিরভাগ মানুষ জানেননা শিল্পীর পরিচয়। গানটির গায়িকা ইয়োহানি ডি সিলভা। ইয়োহানি ডি সিলভার বয়স মাত্র ১৮ বছর। জন্মসূত্রে তিনি শ্রীলংকান। তিনি গান লেখেন, সুর করেন ও কণ্ঠ দেন। নিজের দেশেও বেশ জনপ্রিয় ইয়োহানি। সেখানে নিয়মিত স্টেজ শো করেন। এর আগে তার গাওয়া আরেকটি গান ভাইরাল হয় ফেসবুকে। তবে অনেক আগে থেকে তিনি ইউটিউবে জনপ্রিয়। তার বাদ্যযন্ত্রের ব্যবসাও রয়েছে। বিদেশি বাদ্যযন্ত্র আমদানি করে শ্রীলংকায় বিক্রি করেন তিনি। স্থানীয় বাদ্যযন্ত্র রফতানি করেন অন্য দেশে।

‘মানিকে মাগে হিতে’ লাইনটির বাংলা অর্থ হলো ‘তুমি আমার চোখের মণি’। গানটির প্রথম কণ্ঠশিল্পী শ্রীলংকার আরেক র্যাপার সথীশন রাথনায়কা। গত বছরের জুলাই মাসে গাওয়া হয় গানটি। আর চলতি বছরের গত মে মাসে ইয়োহানির পুনরায় রেকর্ড করেন এটি।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে