Dr. Neem on Daraz
Victory Day

এবার আসছে মৌ বৌদি


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ৭, ২০২১, ০৫:১৩ পিএম
এবার আসছে মৌ বৌদি

বিনোদন ডেস্কঃ ভারতের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর আলোচিত ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’। যেখানে দেখা মেলে, বৌদি নাজেহাল করেন ঠাকুরপোদের। এর আগের দুই সিরিজে উমা ও ঝুমা বৌদি চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় ও মোনালিসা ওরফে অন্তরা বিশ্বাস।

তবে এবার নতুন সিরিজে ‘মৌ বৌদি’ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী মনামী ঘোষ। নতুন এই সিরিজের নাম রাখা হয়েছে ‘মৌচাক’। ওয়েব সিরিজটি ১৮ জুন প্রচার হবে হইচই প্ল্যাটফর্মে। বাংলা টেলিভিশন জগতে বহু দিন ধরেই কাজ করছেন মনামী ঘোষ। সেই সঙ্গে হয়েছিলেন রিয়েলিটি শোয়ের বিচারকও।

কলকাতার গণমাধ্যমগুলোর খবর, এই ওয়েব সিরিজের হাত ধরেই ওয়েব দুনিয়ায় পা রাখতে চলেছেন অভিনেত্রী মনামী ঘোষ। প্রকাশ্যে এসেছে টিজার-পোস্টার।

এই সিরিজ প্রসঙ্গে কলকাতার আনন্দবাজার পত্রিকাকে মনামী জানিয়েছেন, আমার অভিনয় জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটা। এ রকম চরিত্রে দর্শক মনামী ঘোষকে আগে দেখেননি। লটারি, টাকাপয়সা, পাড়াপড়শির ভূমিকা সব নিয়ে একদম নতুন গল্প। মৌকে কিন্তু সবাই নাম ধরেই ডাকে। এখানে বৌদি ডাকের তত মাহাত্ম্য নেই। সেটা ওয়েব সিরিজ না দেখলে বোঝা যাবে না। স্বাভাবিকভাবে আমরা বৌদি বললেই বুঝি, একটু ন্যাকা, একটু আদুরে। আমার চরিত্রে সেই আবেদন নেই। অনেক সোজাসাপ্টা, কাঠখোট্টা। গল্পে অন্য আমেজ রয়েছে।’

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে