Dr. Neem on Daraz
Victory Day

বিয়ের পরে ব্যস্ত বীথি রানী


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ২০, ২০২১, ০৬:১০ পিএম
বিয়ের পরে ব্যস্ত বীথি রানী

সংগৃহীত

বিনোদন ডেস্কঃ সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী বীথি রানী সরকার। নতুন বিজ্ঞাপনে মডেল হওয়ার মধ্যদিয়ে কাজে ফিরলেন তিনি।স্বামী দেবাশীষ রঞ্জন সরকার পেশায় একজন সংবাদ পাঠক। বিয়ের পর নিজের মতো সময় কাটিয়ে ফের ব্যস্ত এই অভিনেত্রী। 

নির্মাতা অঞ্জন আইচ ও রনির নির্দেশনায় একটি ফাউন্ডেশনের অনলাইন প্ল্যাটফর্মের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। যে প্ল্যাটফর্মে দেশীয় সেইসব পণ্য পাওয়া যাবে, যা সাধারণত বিদেশেই রপ্তানি করা হয়ে থাকে।

বীথি বলেন, বিয়ের তিন মাস আগে একটি বিজ্ঞাপনে কাজ করেছিলাম। বিয়ের পর নতুন একটি বিজ্ঞাপনে কাজ করলাম, যা আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে। প্রায় তিন বছর আগে কুইনস ক্লোজেট নামে নিজেই একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান চালু করেছিলাম। পুলিশ প্লাজায় ছিল এই প্রতিষ্ঠানটি। কিন্তু করোনার কারণে এখন তা শুধু অনলাইনেই চালু রেখেছি। টুকটাক অভিনয় নিয়েও ব্যস্ত ছিলাম। এরইমধ্যে নতুন জীবনও শুরু করেছি। সবমিলিয়ে দেবাশীষকে পেয়ে আমি ভীষণ খুশী এবং সুখীও বটে। এখন থেকে নিয়মিত অভিনয় করবো, বিজ্ঞাপনেও কাজ করবো।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে