ঢাকাঃ অভিনেতা শামীম শনিবার থেকে নিখোঁজ ছিলেন। তার স্ত্রী আশা আক্তার জানিয়েছিলেন, ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। থানায় জিডি করতে গেলে নিখোঁজ হওয়ার স্থান বলতে না পারায় পুলিশ কোনো সহায়তা দিতে পারেনি। এদিকে নিখোঁজের খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে উৎকন্ঠার সৃষ্টি হয়।
অবশেষে শামীমের খোঁজ মিলেছে গাজীপুরে। আশা জানিয়েছেন, সোমবার রাত ১০টার দিকে শামীম তাকে ফোন করে জানিয়েছেন তিনি গাজীপুরের উলুখোলায় আছেন।
তিনি বলেন, “কাল রাত ১০টা বা সাড়ে ১০টার দিকে উনি আমাকে ফোন করেন। ফোন করে বলেন উনি গাজীপুরের উলুখোলায় আছেন। আজকে ঢাকা ফিরবেন।”
এদিকে শামীম জানান, তিনি তার ফোন হারিয়েছে। তাই কারো সঙ্গে যোগাযোগ করতে পারেননি। বর্তমানে টঙ্গীতে একটি ইউটিউব চ্যানেলের শুটিংয়ে রয়েছেন ও সুস্থ আছেন।
শামীম বলেন, “গত সপ্তাহে আমি গাজীপুরে দুইদিন শুটিং করে সিলেটের শ্রীমঙ্গলে অন্য আরেকটি শুটিংয়ে যাই। সেখান থেকে ঢাকায় ফেরার পথে আমার ফোন ছিনতাই হয়। এরপর সিলেট থেকে আব্দুল্লাহপুর হয়ে টঙ্গীতে আসি। এখন এখানেই শুটিং করছি। নিজের মোবাইল না থাকায় কারো সঙ্গে যোগাযোগ করতে পারিনি। সিমটাও তুলতে পারিনি। তবে আমি একেবারে সুস্থ ও স্বাভাবিক আছি। আসলে আমি আমার ফোন হারিয়েছে।”
প্রায় দুই দশক ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত শামীম আহমেদ। কমেডি চরিত্রে টিভি নাটকে অভিনয় করে দারুণ জনপ্রিয় তিনি। তার অভিনয়ে পথচলার ১৯৯৯ সালে ‘বন্ধন’ ধারাবাহিক দিয়ে।
আগামীনিউজ/নাসির